নকলায় হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় উপজেলায় দুই নারী হত্যা মামলার দুই আসামিকে ৩০ এপ্রিল রাতে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ। ১ মে সকালে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

নকলা থানা সূত্রে জানা য়ায়, নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন ও সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক একদল পুলিশ নিয়ে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে দুজন আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আসামিরা হলেন নকলা উপজেলার সখিনা খাতুন হত্যা মামলার প্রধান আসামি বাশকান্দা এলাকার সিরাজ আলীর ছেলে আবুল হোসেন (২৫) ও বারমাইসা এলাকার শাহানা আক্তারকে (২৫) যৌতুকের জন্য নারী নির্যাতন করে হত্যা করার দায়ে বারমাইসা এলাকার রমিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৫)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলারচিঠিডটকমে বলেন, পৃথক অভিযান চালিয়ে ৩০ এপ্রিল রাতে দুই নারী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের ১ মে সকালে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।