দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবসের মিছিল বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক, দুনিয়ার মজদুর এক হও,’ ‘শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করো, করতে হবে,’ এসব স্লোগানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। ১ মে এ উপলক্ষে জামালপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যানচালক ইউনিয়ন মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।

মে দিবস উপলক্ষে সকালে মাদরাসা সড়ক চৌরাস্তার মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে জামালপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যানচালক ইউনিয়নের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোতালেব হোসেন (হাসু), সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম তোতা, ওয়াসিম উল্লাহ, তানসিন মিয়া, রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত ও নির্যাতন বন্ধ করার দাবি জানান বক্তারা।

এছাড়া দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলানের সভাপতিত্বে মহান মে দিবস উপলক্ষে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহসভাপতি সাংবাদিক খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল, প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।