ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন : শেরপুরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৩ হাজার শিশু ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আনজুমান বেগমের দেহে অস্ত্রোপচার সম্পন্ন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ বিশ্ব ডাক দিবস আজ : লাল ডাকবাক্সে নেই চিঠি, স্মৃতি ডাকপিয়নের ঘণ্টাধ্বনি বকশীগঞ্জে মাদকব্যবসায়ী ছিনতাই, দুই পুলিশ আহত, আটক ৪

মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

বাংলারচিঠিডটকম ডেস্ক : বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ ও মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গমাতার প্রথম আসরে ফাইনালের টিকিট কাটল স্বাগতিকরা। ৩ এপ্রিল ফাইনালে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ।

৩০ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে লাল-সবুজরা জয় পায় ৩-০ গোলের ব্যবধানে। দলের হয়ে একটি করে গোল করেন মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুন। আগামি ৩ এপ্রিল একই ভেস্যুতে লাওসের বিরুদ্ধে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে মিসরাত জাহান মৌসুমীর দল। গতকাল ম্যাচে জয় পেলেও আগের মতোই ছিল ফিনিসিংয়ের অভাব। নয়তো জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো।

দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইনজুরির কারণে গ্রুপ পর্বের দুই ম্যাচের স্কোরার কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না সেমি ফাইনালে মাঠে নামতে পারেননি। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নেন মিডফিল্ডার মার্জিয়া ও ফরোয়ার্ড সাজেদা খাতুন। শুরুতেই ছিল আক্রমন। ২৪ সেকেন্ডেই এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন সাজেদা খাতুন। প্রতিপক্ষের গোলরক্ষক সেনজাভকে একা পেয়েও গোল করতে পারেননি কৃষ্ণার পরিবর্তে মাঠে নামা এ ফরোয়ার্ড।

পরের মিনিটেই আঁখি খাতুনের লম্বা পাস ধরে আবারও গোলরক্ষককে একা পেয়ে গিয়ে ছিলেন সাজেদা। কিন্তু এবারও সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। গোল মিসের মহড়ায় এবার নাম লেখান সানজিদা। ১৬ মিনিটে ভাগ্য সহায় না থাকায় এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। মঙ্গোলিয়ার গোলরক্ষক সেনজাভের কাছ থেকে পাওয়া বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে গোল মুখে জোড়ালো শট নেন সানজিদা। সাইডবারে লেগে ফিরে আসে বল।

অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাঙ্খিত সেই গোলের দেখা পায় বাংলাদেশ। সাজেদার পাসে পাওয়া বলে হেড নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে মনিকা চাকমা বাঁ-পায়ের দূর্দান্ত এক শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিশানা ভেদ করেন (১-০)। উৎসবে মেতে উঠেন হাজার সাতেক সমর্থক। আনন্দের বন্যা বইয়ে যায় লাল-সবুজ শিবিরে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আগের সেই ধারা ধরে রেখেই খেলা শুরু করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ মিস করা সাজেদা খাতুনকে তুলে নিয়ে তহুরা খাতুনকে মাঠে নামান কোচ। আক্রমনের ধারটাও যেনো বেড়ে গিয়েছিল। মুহুর্মুহু আক্রমনে কোনঠাসা করে ফেলেছিল মঙ্গোলিয়াকে।

কিন্তু ফিনিসিংয়ের অভাব ছিল আগের মতোই। ম্যাচের ৫৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার জোড়ালো শট গোলরক্ষক সেনজাভের হাতে লেগে বাইরে চলে যাওয়ায় হতাশার গল্পটা আরও একটু দীর্ঘায়ীত হয় স্বাগতিকদের। বারবার সুযোগ হাতছাড়া হলেও ৬৯ মিনিটে ভুল করেননি স্বপ্নার পরিবর্তে একাদশে ঠাঁই পাওয়া মার্জিয়া।

প্রথম গোলদাতা মনিকা চাকমার ছোট পাস ধরে ডান পায়ের দারুন শটে গোল ব্যবধান দ্বিগুন করেন এ মিডফিল্ডার (২-০)। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোলের গ্রাফটা আরও একধাপ উপরে নিয়ে যান বদলী হিসেবে মাঠে নামা তহুরা খাতুন (৩-০)। অবশেষে ৩-০ গোলের দারুন জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের বাংলাদেশ। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার

মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

আপডেট সময় ০৮:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

বাংলারচিঠিডটকম ডেস্ক : বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ ও মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গমাতার প্রথম আসরে ফাইনালের টিকিট কাটল স্বাগতিকরা। ৩ এপ্রিল ফাইনালে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ।

৩০ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে লাল-সবুজরা জয় পায় ৩-০ গোলের ব্যবধানে। দলের হয়ে একটি করে গোল করেন মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুন। আগামি ৩ এপ্রিল একই ভেস্যুতে লাওসের বিরুদ্ধে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে মিসরাত জাহান মৌসুমীর দল। গতকাল ম্যাচে জয় পেলেও আগের মতোই ছিল ফিনিসিংয়ের অভাব। নয়তো জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো।

দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইনজুরির কারণে গ্রুপ পর্বের দুই ম্যাচের স্কোরার কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না সেমি ফাইনালে মাঠে নামতে পারেননি। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নেন মিডফিল্ডার মার্জিয়া ও ফরোয়ার্ড সাজেদা খাতুন। শুরুতেই ছিল আক্রমন। ২৪ সেকেন্ডেই এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন সাজেদা খাতুন। প্রতিপক্ষের গোলরক্ষক সেনজাভকে একা পেয়েও গোল করতে পারেননি কৃষ্ণার পরিবর্তে মাঠে নামা এ ফরোয়ার্ড।

পরের মিনিটেই আঁখি খাতুনের লম্বা পাস ধরে আবারও গোলরক্ষককে একা পেয়ে গিয়ে ছিলেন সাজেদা। কিন্তু এবারও সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। গোল মিসের মহড়ায় এবার নাম লেখান সানজিদা। ১৬ মিনিটে ভাগ্য সহায় না থাকায় এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। মঙ্গোলিয়ার গোলরক্ষক সেনজাভের কাছ থেকে পাওয়া বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে গোল মুখে জোড়ালো শট নেন সানজিদা। সাইডবারে লেগে ফিরে আসে বল।

অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাঙ্খিত সেই গোলের দেখা পায় বাংলাদেশ। সাজেদার পাসে পাওয়া বলে হেড নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে মনিকা চাকমা বাঁ-পায়ের দূর্দান্ত এক শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিশানা ভেদ করেন (১-০)। উৎসবে মেতে উঠেন হাজার সাতেক সমর্থক। আনন্দের বন্যা বইয়ে যায় লাল-সবুজ শিবিরে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আগের সেই ধারা ধরে রেখেই খেলা শুরু করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ মিস করা সাজেদা খাতুনকে তুলে নিয়ে তহুরা খাতুনকে মাঠে নামান কোচ। আক্রমনের ধারটাও যেনো বেড়ে গিয়েছিল। মুহুর্মুহু আক্রমনে কোনঠাসা করে ফেলেছিল মঙ্গোলিয়াকে।

কিন্তু ফিনিসিংয়ের অভাব ছিল আগের মতোই। ম্যাচের ৫৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার জোড়ালো শট গোলরক্ষক সেনজাভের হাতে লেগে বাইরে চলে যাওয়ায় হতাশার গল্পটা আরও একটু দীর্ঘায়ীত হয় স্বাগতিকদের। বারবার সুযোগ হাতছাড়া হলেও ৬৯ মিনিটে ভুল করেননি স্বপ্নার পরিবর্তে একাদশে ঠাঁই পাওয়া মার্জিয়া।

প্রথম গোলদাতা মনিকা চাকমার ছোট পাস ধরে ডান পায়ের দারুন শটে গোল ব্যবধান দ্বিগুন করেন এ মিডফিল্ডার (২-০)। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোলের গ্রাফটা আরও একধাপ উপরে নিয়ে যান বদলী হিসেবে মাঠে নামা তহুরা খাতুন (৩-০)। অবশেষে ৩-০ গোলের দারুন জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের বাংলাদেশ। সূত্র : ডেইলি বাংলাদেশ