জামালপুরে বিজিবির আন্ত: ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা উদ্বোধন

জামালপুর বেয়ামাগারে বিজিবির কুস্তি প্রতিযোগিতা উপভোগ করেন বিজিবির ময়মনসিংহ সদর সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির সরাইল রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা। বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থার বেয়ামাগারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিবির ময়মনসিংহ সদর সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান। এ সময় বিজিবি ৩৫ জামালপুর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. নজরুল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক মেজর জাহিদুল হাসান উপস্থিত ছিলেন।

জামালপুর বেয়ামাগারে বিজিবির কুস্তি প্রতিযোগিতা। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিযোগিতায় বিজিবির সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের কুস্তিগীর বিজিবি জওয়ানরা অংশ গ্রহণ করেছে। আগামী ২ মে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।