জামালপুর প্রেসক্লাব নির্বাচনে সাদা সভাপতি, লুৎফর সম্পাদক নির্বাচিত

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের দু’বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন ২৭ এপ্রিল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ১১টি পদের মধ্যে সাদা-লুৎফর পরিষদের চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা সভাপতি ও এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান সাধারণ সম্পাদক পদসহ ১০টি পদে নির্বাচিত হয়েছেন।

হাফিজ রায়হান সাদা-লুৎফর রহমান পরিষদের নবনির্বাচিত অন্যান্যরা হলেন- সহসভাপতি দুলাল হোসাইন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (দৈনিক সংবাদ প্রতিদিন), কোষাধ্যক্ষ কাফি পারভেজ (দৈনিক মানবকন্ঠ), কার্যকরী সদস্য পাঁচজন হলেন- মো. নুরুল আলম সিদ্দিকী (দৈনিক ইনকিলাব), আনোয়ার হোসেন মুক্তা (বৈশাখী টিভি), জুলফিকার মো. জাহিদ হাবিব (বাংলাভিশন), শওকত জামান (বাংলাদেশ জার্নাল) ও শিলা আহমেদ (সাপ্তাহিক আবাহন)।

অপরদিকে আজিজুর রহমান ডল-জাহাঙ্গীর আলম পরিষদ থেকে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান কাজল (দৈনিক সময়ের আলো)।

অপরদিকে কার্যকরী কমিটিতে সহযোগী সদস্যদের জন্য সংরক্ষিত দুটি পদের মধ্যে মো. সাইফুল আলম খান লিপন সহসভাপতি ও মো. মনজুরুল হক কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

বিকেলে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী মো. শহিদুল ইসলাম পাহলোয়ান। এর আগে দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।