জামালপুর জেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ বিকেলে জামালপুর শহরের বাইপাস সড়কে একটি সামাজিক সম্মিলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মাহতাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, যুগ্মআহবায়ক মো. গোলাম কিবরিয়া ও এম এ হান্নান, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মো. শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক চিকিৎসক মো. জুনায়েদ হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ।

জেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন মঞ্চে কেন্দ্রিয় নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

সম্মেলনে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে সুচিকিৎসার সুযোগ না দেওয়ায় বর্তমান সরকারের কড়া সমালোচনা করেন। তারা আগামী দিনগুলোতে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ বিএনপির যেকোনো আন্দোলনে বিএনপি ও এর প্রতিটি অঙ্গসহযোগী দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার আহবান জানান।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো. আব্দুল হালিমকে সভাপতি, চিকিৎসক মো. জুনায়েদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং হুমায়ুন কবীরকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জামালপুর জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।