বন্ধ হোমিও চিকিৎসালয়গুলো চালুর দাবি

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক শাহ আলম ভূইয়া। ছবি : বাংলারচিঠি ডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম

বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলার ইসলামিক মিশনের আওতায় বন্ধ হোমিও চিকিৎসালয়গুলো সচলের দাবি জানিয়েছেন চট্টগ্রামের দাতব্য চিকিৎসালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক শাহ আলম ভূইয়া।

২২ মার্চ দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রয়াত ৭ হোমিও চিকিৎসকের স্মরণ ও আলোচনা সভায় তিনি এ দাবি জানান। মেলান্দহ ডিএসএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।

জেলা ডিএসএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেলান্দহ শ্রমিকলীগ ও বণিক সমিতির সভাপতি কিসমত পাশা, কেন্দ্রীয় ডিএইচএমএস এর ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক আনম বদর উদ্দিন, জামালপুর হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ চিকিৎসক মনিরুজ্জামান খান, সহকারী অধ্যাপক চিকিৎসক এ কে এম জিল্লুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান চিকিৎসক ইউনুছ আলী, হোমিও দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক চিকিৎসক এমদাদুল হক, মেলান্দহ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক আলাউদ্দিন, সম্পাদক চিকিৎসক এ কে আজাদ প্রমুখ।