
আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। তুলির ক্যানভাসে তরুণ শিল্পীদের সাহসী শিল্প উচ্চারণ ফুটে উঠেছে চারুকলা বিভাগের গ্যালারিতে শুরু হওয়া শিক্ষার্থীদের বার্ষিক চিত্র প্রদর্শনীতে। শিল্পীদের নতুন ভাবনা ও প্রকাশভঙ্গি হৃদয়কে আন্দোলিত করে।
তরুণ শিক্ষার্থীদের এই রকম সাহসী চিত্রকর্ম নিয়ে ১১ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্বোধন হয়েছে চারুকলা বিভাগের বার্ষিক চিত্র প্রদর্শনী। বেসিক ডিজাইন, পেন্সিল স্কেচ, তেলরং, জলরংসহ নানা মাধ্যমে চারুকলার শিক্ষার্থীদের চিত্র শোভা পাচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের চারুকলার গ্যালারিতে।
এ প্রদর্শনী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টিবোর্ডের সদস্য ফারুক আহাম্মেদ চৌধুরী।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রক জাউয়াদুল হক, ডেপুটি রেজিস্টার আবু তালেব, শিক্ষক আলী আকবর ফকির, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ওবায়দুল্লাহ সুজাসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সৃষ্টি আহমেদ।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী শিল্পীদের নিরীক্ষাধর্মী কাজের মূল্যায়ন করা হবে।