ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

পিঠা উৎসবে প্রথম স্থান অর্জন করা বন্ধু পিঠা ঘরের উদ্যোক্তা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সকালে কলেজ মাঠে শিক্ষার্থীরা পিঠা উৎসবের আয়োজন করে।

পিঠা উৎসবের আহবায়ক প্রভাষক খালেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম মোফাজ্জল হোসেন।

এ সময় কলেজের পরিচালনা কমিটির সদস্য এম আমিনুল ইসলাম, হেদায়েতুল ইসলাম, সহকারী অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, বাংলা বিভাগের প্রভাষক হুমায়ুন কবির, গ্রন্থাগার দেলোয়ার হোসেন স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে আটটি স্টল স্থান পায়। শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি দেশিয় ৩৫ প্রকারের পিঠা পরিবেশন করেন। এতে প্রথম স্থান অর্জন করে ব্যবসায় ব্যবস্থাপনা শাখার শিক্ষার্থীদের বন্ধু পিঠা ঘর, ২য় স্থান অর্জন করেন ফাল্গুনী পিঠা ঘর ও ৩য় স্থান অর্জন করে ৮ স্টার পিঠা ঘর। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।