ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠি ডটকম
জামালপুরে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪ ফেব্রুয়ারি জামালপুর উচ্চ বিদ্যালয় দলের বিপক্ষে ১৬ রানে জিতেছে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে।
টসে জিতে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ব্যাটিংয়ে নামে। তারা ৩৫ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান করে।
জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্যে জামালপুর উচ্চ বিদ্যালয় ভালো শুরু করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তারা ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। এতে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ১৬ রানে জিতে যায়।
ম্যাচ সেরা হয়েছে জয়ী দলের সাকিব। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌহিদ শুভ ও সোম্য দীপ বসু।
সংক্ষিপ্ত স্কোর :
শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ : ১৯৪/৮, ৩৫ ওভার (সাকিব ৮৪, প্রান্ত ২৩, সোহাগ ০৩-০০-১২-০২, সিয়াম ০৭-০০-৪৭-০২)
জামালপুর উচ্চ বিদ্যালয় : ১৭৮/৮, ৩৫ ওভার (মুবাশ্বির ৫০, মাহিন ২৩, সজিব ০৭-০১-২৩-০২, তওহিদ ০৬-০০-৩১-০২)
ফল : শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ১৬ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের সাকিব।
এদিকে গ্রুপ পর্বের খেলা শেষে ‘এ’ গ্রুপে তিনটি খেলায় জিতে সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ফাইনালে চলে গেছে। অপরদিকে ‘বি’ গ্রুপে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ এবং জামালপুর উচ্চ বিদ্যালয় দুটি করে ম্যাচ জিতেছে। কিন্তু শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজের চেয়ে রান রেট বেশি থাকায় জামালপুর উচ্চ বিদ্যালয় ফাইনালে চলে যায়।
আয়োজকরা জানিয়েছেন, সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় দল বনাম জামালপুর উচ্চ বিদ্যালয় দলের ফাইনাল খেলার তারিখ পরে জানানো হবে।