নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের দারিদ্রতা উত্তরণ প্রকল্পের আওতায় ৩ ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জামালপুর ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (জেডিপিওডি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।
জেডিপিওডি এর চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা, জেডিপিওডি এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান প্রমুখ।
ইউকে এইড, হেলভেটাস, হ্যান্ডিক্র্যাফট ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটি ২০১৯ সাল পর্যন্ত জামালপুর জেলায় চলবে বলে কর্মশালা সূত্রে জানা যায়।
উল্লেখ, আয়োজক সংস্থা জেডিপিওডি এর সকল সদস্য ও কর্মী, কর্মকর্তা কোনো না কোনো প্রতিবন্ধীতার শিকার। জামালপুরে এটিই একমাত্র সংস্থা যার সাথে জড়িত সবাই প্রতিবন্ধী ব্যক্তি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ওদের প্রতিবন্ধী না বলে ভিন্নভাবে সক্ষম বললে মর্যাদা বৃদ্ধি। তিনি জামালপুরে বসবাসরত সকল প্রতিবন্ধীতার শিকার ব্যক্তিদের তার অবস্থান থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।