বীর মুক্তিযোদ্ধা আফছার ফকির আর নেই

বীর মুক্তিযোদ্ধা আফছার আলী ফকির

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফছার আলী ফকির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা থেকে তাঁর মরদেহ গ্রামের বাড়ি দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া ফকিরপাড়া গ্রামে আনা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আফছার আলী ফকির ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের অধীনে দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি গত কয়েক মাস ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad