জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢ্যাম এর কম্বল বিতরণ

ঢ্যাম এর পক্ষ থেকে জামালপুরে অপরাজেয় বাংলাদেশের শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

অপরাজেয় বাংলাদেশ জামালপুর আশ্রয়কেন্দ্রে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ২৭ জানুয়ারি কম্বল বিতরণ করেছে বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন (ঢ্যাম)। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।

বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় বাংলাদেশ জামালপুর আশ্রয়কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন (ঢ্যাম) এর প্রতিনিধি তপন কুমার সরকার, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম।

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা বিতরণকালে বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অপরাজেয় বাংলাদেশের কোনো সঙ্কট থাকবে না। তিনি সমাজসেবার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শিশুরা কম্বল পেয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা ঢাকা আহছানিয়া মিশন (ঢ্যাম) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।