মুস্তাফিজুর রহমান আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নিজের পারফরমেন্স দিয়ে আইসিসি বর্ষসেরা ওডিআই একাদশে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দ্যা ফিজ খ্যাত কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২২ জানুয়ারি ২০১৮ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে। একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন মোস্তাফিজ।

আফগানিস্তান ও নিউজিল্যান্ড থেকেও পেয়েছেন একজন করে। তবে ভারত ও ইংল্যান্ড থেকে চারজন করে স্থান পেয়েছেন। বর্ষসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক হিসেবে আছেন বিরাট কোহলি। তিনি বর্ষসেরা টেস্ট দলেরও অধিনায়ক। ২০১৮ সালটি যে সাদা ও রঙিন পোষাকে দুর্দান্ত কেটেছে কোহলি ও কোহলি বাহিনীর।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী) :
১. রোহিত শর্মা (ভারত)
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড
৩. বিরাট কোহলি (ভারত, অধিনায়ক)
৪. জো রুট ( ইংল্যান্ড)
৫. রস টেলর (নিউজিল্যান্ড)
৬. জস বাটলার (ইংল্যান্ড, উইকেটরক্ষক)
৭. বেন স্টোকস (ইংল্যান্ড)
৮. ‍মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
৯. রশিদ খান (আফগানিস্তান)
১০. কুলদীপ যাদব (ভারত)
১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)।
সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad