দেওয়ানগঞ্জে অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্নার পক্ষে শীতবস্ত্র বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মোখলেসুর রহমান পান্নার পক্ষে ১৭ জানুয়ারি উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা গ্রামে, চুকাইবাড়ী ও চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে স্থানীয় এলাকার ৮০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সৌজন্যে এসব স্থানে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার।
এসময় অন্যান্যের মধ্যে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম, সবুজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।