কেন্দুয়ায় জ্ঞান-শিক্ষা-বিনোদনের কম্বল পেল শীতার্তরা

স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞান-শিক্ষা-বিনোদনের কম্বল বিতরণ অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শীতার্তদের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞান-শিক্ষা-বিনোদন। ১১ জানুয়ারি বিকেলে কেন্দুয়া ইউনিয়নের কালাবহ স্লুইসগেইট মোড়ে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহীন আলম। এতে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া তাপস, সমাজসেবক রেজাউল করিম, কালাবহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুজ্জামান সবুজ, কুটামনি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান সৌরভ, সহকারী শিক্ষক ইস্রাফিল হোসেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মসিউর রহমান রাসেল, যুগ্মসাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিকল্পনা কর্মসূচি কর্মকর্তা সাইদুর রহমান।

এ ছাড়া কম্বল বিতরণ অনুষ্ঠানে জ্ঞান-শিক্ষা-বিনোদনের পূর্ণাঙ্গ কমিটি ও উপ-কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।