শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
শেরপুরের নকলা উপজেলার ৬৭টি ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের নিজ স্বামীর বাড়ির পাশে বানেশ্বরর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল নয়টায় সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ সময় সংবাদকর্মীদের মতিয়া চৌধুরী জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হয়। আমিও একজন সাধারণ ভোটার কাজেই লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করাই আমার দায়িত্ব। কেননা, দেশের সব ভোটারের অধিকার সমান।
নির্বাচনের জয় পরাজয় সম্পর্কে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, কেউ যদি জয় পরাজয়কে মানতে নাপারে সে গণতন্ত্রের শত্রু।