শফিউল আলম লাভলু, নকলা ( শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
শেরপুর-২ (নকলা-নালতাবাড়ি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া আর তারেক রহমানের নেতৃতে বাংলাদেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ।
২৬ ডিসেম্বর বিকেলে শেরপুরের নকলা উপজেলার পাইস্কা এলাকায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নকলা উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
মতিয়া চৌধুরী আরো বলেন, বিএনপির দু:শাসন, কুশাসন এবং তাদের যে হিংস্রতা একই সঙ্গে তাদের লুটপাট একদিকে পৃথিবীতে আমাদের মাথা হেট করেছে। পরে তিনি ৩০ ডিসেম্বরে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার নিবেদন জানান।
নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, মেয়র হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
নির্বাচনী জনসভায় নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ নৌকা প্রতীকের সমর্থকরা উপস্থিত ছিলেন।