মতিয়া চৌধুরীকে জয়ী করতে নকলায় ৩ শতাধিক কমিটি

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর জয়ের লক্ষ্যে তথা নৌকার পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। তাদের সাথে প্রচার-প্রচারণার আট-ঘাট বেধে মাঠে নেমেছেন আওয়ামী লীগের সমর্থকরাও। তাছাড়া নকলায় নৌকার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে প্রচার কাজে মাঠ চষে বেড়াচ্ছেন অন্তত তিনশতাধিক কমিটির সদস্যবৃন্দ।

বিভিন্ন তথ্য মতে, উপজেলা আওয়ামী লীগের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০১টি কমিটি, যুবলীগের ১০টি, কৃষকলীগের ১০টি, জাতীয় শ্রমিকলীগ নকলা শাখার আওতায় ১০১টি, ছাত্রলীগের একটি, কেন্দ্র পরিচালনার ৬৭টি কমিটি ছাড়াও বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রী বহুমুখী কল্যাণ সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, রিকশা-ভ্যান, ট্রাক-ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তরাঁ শ্রমিক ইউনিয়ন, রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, করাতকল শ্রমিক ইউনিয়ন, অটো রিকশা শ্রমিক ইউনিয়ন, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার মতো বিভিন্ন কৃষক সংগঠন ও সংস্থার সদস্যরা আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর বিজয়ের লক্ষ্যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে জনসংযোগ করছেন।

এ বিষয়ে ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সভাপতি মো. ছাইদুল হক বলেন, নকলা-নালিতাবাড়ী সংসদীয় আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে আমরা দিনরাত মাঠে কাজ করছি। তিনি বলেন, আমরা কৃষক হওয়ায় নিজের এলাকার বাইরে গিয়ে ভোট চাওয়ার সুযোগ পাইনা। তাই নিজের এলাকাতে নিয়মিত প্রচার-প্রচারণাসহ ভোট প্রার্থনার কাজ করছি। তাঁর বিশ্বাস, বিজয়ের মাসে তথা আগামী ৩০ ডিসেম্বরে নকলা-নালিতাবাড়ীর জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে পুনরায় বেগম মতিয়া চৌধুরীকে জয়ী করবেন।

সংস্থাটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন জানান, বর্তমান সরকারের বাস্তবায়ন করা বা বাস্তবায়ন চলমান সর্ববৃহৎ অন্তত ৬০টি উন্নয়নমূলক কাজের তালিকাসহ নকলা-নালিতাবাড়ীতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর করা উন্নয়ন কর্মকাণ্ডগুলো ছবিসহ প্রচারপত্র তৈরি করে এলাকার নারী-পুরুষ ভোটারদের মাঝে বিতরণ করছেন। ওইসব উন্নয়ন জনগণের কাছে মৌখিকভাবে প্রচারের পাশাপাশি ভোট প্রার্থনায় তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা জনগণকে জানাতে ও নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা।

ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সব সদস্যদের বিশ্বাস, আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজের বিবেচনায় জনগণ আওয়ামী লীগ সরকারকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করবেন। তারা বলেন, দেশ ও দশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর ভোটাররা আবারো নৌকা মার্কায় সমর্থন দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারের হাতে দেশ পরিচালনার ক্ষমতা তুলে দিবেন।