সরিষাবাড়ীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামারপুরের সরিষাবাড়ী উপজেলায় অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়তে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর বেলা ১১টায় সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে সরিষাবাড়ী শিল্পকলা একাডেমিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান।

সমাবেশে বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। ছবি : বাংলারচিঠি ডটকম

সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহসভাপতি এম এ লতিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জাল হোসেন প্রমুখ।

বক্তারা ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনে অসাম্প্রদায়িক চেতনার দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের ভোট দেওয়ার আহ্বান জানান।

sarkar furniture Ad
Green House Ad