শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র ছাত্রীদের সাথে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর সকালে শেরপুরের নকলা থানা পুলিশের আয়োজনে উপজেলার খারজান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খারজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, পুলিশ পুরদর্শক (তদন্ত) আফজাল হোসেন, নকলা থানার উপ-পরিদর্শক ওমর ফারুক, শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।