মুক্তিযোদ্ধা কোটার দাবিতে স্মারকলিপি

স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : শফিকুল ইসলাম

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও ১১ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন জামালপুরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের নেতৃবৃন্দ। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩০ অক্টোবর দুপুরে এ স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

এ সময় মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু, সুজাত আলী ফকির ও হায়দার আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সভাপতি মো. মাহফুজুল আলম মুক্তা, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সহসভাপতি মো. সফিউদ-দৌলা চিশতী, যুগ্মসাধারণ সম্পাদক ইলহাজ হাবিব সেনাসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।