জামালপুরে ইউএনএফপিএ এর প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম রাজিব কুমার সরকার। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জেন্ডারভিত্তিক সহিংসতার (জিবিভি) যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কিত বাংলাদেশের জন্য জাতিসংঘের সুপারিশসমূহ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা জামালপুরে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা হাকিম রাজিব কুমার সরকার, সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জান্নাতুন নাহার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী প্রমুখ। সভায় মুখ্য আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন ইউএনএফপিএ এর পরামর্শক ও এসটিডি এর নির্বাহী পরিচালক রঞ্জিত কর্মকার।

ইউএনএফপিএ এর অর্থায়নে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।

sarkar furniture Ad
Green House Ad