নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম
জামালপুরে মদ পানের অভিযোগে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ অক্টোবর এ অভিযান চালানো হয়।
জানা গেছে, নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান জামালপুর শহরের বজরাপুর মোড়ে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রকাশ্যে মদপান করার অভিযোগে দক্ষিণ কাছারিপাড়ার হেলাল উদ্দিনের ছেলে মো. সিগন (২৫) ও মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (২৯) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে এ সাজা দেওয়া হয়।
জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।