জামালপুরে ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি আটক

হেরোইনসহ আটক বিপ্লব। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হেরোইনসহ বিপ্লব হোসেন (২৮) নামের মাদক কারবারি এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। ২৩ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। বিপ্লব জামালপুর পৌরসভার বাগেরহাটা এলাকার শেখ খোকার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশে নেশাদ্রব্য হেরোইন বহন করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মিন্টু ঘোষ পুলিশ ফোর্স নিয়ে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে শহরের জেলা জজ আদালত সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলো এলাকায় অভিযান চালান। এ সময় ২০ গ্রাম হেরোইনসহ বিপ্লব হোসেনকে আটক করা হয়। ২৪ সেপ্টেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে উদ্ধার ২০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছালেমুজ্জামান বাংলার চিঠি ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিপ্লব হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।