ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন শেরপুরে পাখি শিকারির কারাদন্ড বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন : শেরপুরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৩ হাজার শিশু ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আনজুমান বেগমের দেহে অস্ত্রোপচার সম্পন্ন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত মাদারগঞ্জে ছাগল ও চেক বিতরণ বিশ্ব ডাক দিবস আজ : লাল ডাকবাক্সে নেই চিঠি, স্মৃতি ডাকপিয়নের ঘণ্টাধ্বনি বকশীগঞ্জে মাদকব্যবসায়ী ছিনতাই, দুই পুলিশ আহত, আটক ৪

ঘাতক ট্রাক কেড়ে নিলো জামালপুরের মেধাবী ছাত্র সুপ্ত’র প্রাণ

সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র সুপ্ত। ছবি : বাংলারচিঠি ডটকম

সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র সুপ্ত। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের নতুন বাইপাস সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল মাহমুদ সুপ্ত (২১) নামের এক মেধাবী ছাত্র নিহত এবং তার সহপাঠী বন্ধু সিজান মাহমুদ (২১) গুরুতর আহত হয়েছেন। ২১ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নতুন বাইপাস সড়কের শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শহরের মাদরাসা রোডের সরকারি চাকরিজীবী মো. নিজাম উদ্দিন এবং হস্তশিল্পের একজন সফল উদ্যোক্তা দীপ্ত কুটীর শিল্পের স্বত্বাধিকারী দেলোয়ারা বেগমের ছেলে। তিনি ঢাকায় বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ফয়সাল।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের ছেলে সিজান এবং তার বন্ধু ফয়সাল ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটিতে ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। সিজান বিবিএ এবং ফয়সাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

২১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সিজান তার মোটরসাইকেলে বেড়ানোর কথা বলে ফয়সালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ফয়সালকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে সিজান শহরের নতুন বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। পথে রাত পৌনে ৯টার দিকে বাইপাস সড়কে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দ্রুতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ফয়সাল ঘটনাস্থলেই নিহত এবং তার বন্ধু সিজান গুরুতর আহত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ভেঙ্গে যায়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ফয়সালের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় আহত সিজান জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

নিহত মেধাবী ছাত্র ফয়সালের মা দেলোয়ারা বেগম হস্তশিল্পের একজন সফল উদ্যোক্তা। ফয়সালের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। ২১ সেপ্টেম্বর রাতে তাদের বাসায় গিয়ে জামালপুরের হস্তশিল্প উৎপাদন ও ব্যবসার সাথে যুক্ত উদ্যোক্তা ও নারী কর্মীসহ শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো শোভাকাঙ্ক্ষীদের সমবেদনা জানাতে দেখা গেছে। এ সময় ফয়সালের বাবা-মাসহ পরিবারের সদস্যরা কান্নাকাটি করছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ফয়সালের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার

ঘাতক ট্রাক কেড়ে নিলো জামালপুরের মেধাবী ছাত্র সুপ্ত’র প্রাণ

আপডেট সময় ০১:১৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র সুপ্ত। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের নতুন বাইপাস সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল মাহমুদ সুপ্ত (২১) নামের এক মেধাবী ছাত্র নিহত এবং তার সহপাঠী বন্ধু সিজান মাহমুদ (২১) গুরুতর আহত হয়েছেন। ২১ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নতুন বাইপাস সড়কের শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শহরের মাদরাসা রোডের সরকারি চাকরিজীবী মো. নিজাম উদ্দিন এবং হস্তশিল্পের একজন সফল উদ্যোক্তা দীপ্ত কুটীর শিল্পের স্বত্বাধিকারী দেলোয়ারা বেগমের ছেলে। তিনি ঢাকায় বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ফয়সাল।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের ছেলে সিজান এবং তার বন্ধু ফয়সাল ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটিতে ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। সিজান বিবিএ এবং ফয়সাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

২১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সিজান তার মোটরসাইকেলে বেড়ানোর কথা বলে ফয়সালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ফয়সালকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে সিজান শহরের নতুন বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। পথে রাত পৌনে ৯টার দিকে বাইপাস সড়কে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দ্রুতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ফয়সাল ঘটনাস্থলেই নিহত এবং তার বন্ধু সিজান গুরুতর আহত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ভেঙ্গে যায়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ফয়সালের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় আহত সিজান জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

নিহত মেধাবী ছাত্র ফয়সালের মা দেলোয়ারা বেগম হস্তশিল্পের একজন সফল উদ্যোক্তা। ফয়সালের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। ২১ সেপ্টেম্বর রাতে তাদের বাসায় গিয়ে জামালপুরের হস্তশিল্প উৎপাদন ও ব্যবসার সাথে যুক্ত উদ্যোক্তা ও নারী কর্মীসহ শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো শোভাকাঙ্ক্ষীদের সমবেদনা জানাতে দেখা গেছে। এ সময় ফয়সালের বাবা-মাসহ পরিবারের সদস্যরা কান্নাকাটি করছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ফয়সালের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।