নকলায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
শফিউল আলম লাভলু, নকলা॥
‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’ এর আওতায় ১৭-১৮ অর্থ বছরের উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষে শেরপুরের নকলা উপজেলায় ১৮ সেপ্টেম্বর সকালে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ হেলথ ক্যাম্পের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ।
হেলথ ক্যাম্পে পৌরসভার ৩০০ উপকারভোগী মহিলাদের মাঝে সেবা সামগ্রী বিতরণ করা হয়।