সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন থানা মোড়ে ১৬ সেপ্টেম্বর দুপুরে এ সমাবেশের আয়োজন করা হয়।
যুদ্ধকালীন ও ইসলামপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা অধিনায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন স্বাধীন, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল করিম, মুক্তিযোদ্ধা আবু মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রফিক সরকার প্রমুখ।