
নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মরণে তাঁর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উন্নয়ন সংঘ চাইল্ডসিটিতে ৪৩টি আম গাছের চারা রোপণ করা হয়। ঐতিহাসিক আম্রকাননের আদলে এই বাগান প্রতিষ্ঠার কাজ উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা এনজিও ব্যক্তিত্ব সামছুল হুদা।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, অন্যান্য কর্মকর্তাদের মধ্যে হেলাল উদ্দিন, আরজু মিয়া, মাজহারুল ইসলাম, সাব্বির হোসেন রিয়াদ প্রমুখ।
এর আগে সকালে উন্নয়ন সংঘের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শোক র্যালিতে অংশগ্রহণ করা হয়।