সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কের মুলবাড়ি এলাকায় ১২ আগস্ট বিকেলে কাভার্ডভ্যান গাড়ি চাপায় রহমত উল্লাহ নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। সে সাইঞ্চারপাড় গ্রামের সুজা মিয়ার ছেলে। একই ঘটনায় শিশুর মা হাফেজা বেগম আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাইঞ্চারপাড় গ্রামের সুজা মিয়ার স্ত্রী হাফেজা বেগম তার শিশুছেলে রহমত উল্লাহকে নিয়ে বাবার বাড়ি ভুরারবাড়ীতে যাচ্ছিলেন। তারা মুলবাড়ী পর্যন্ত পৌঁছলে বিপরীতদিক থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান (নম্বর ঢাকা মেট্রো উ ১১-৩৬৬১) তাদের বহনকারী রিকশাভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশু রহমত উল্লাহ নিহত হয়। এ ঘটনায় শিশুর মা হাফেজা বেগম আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে কাভার্ডভ্যানটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোহব্বত কবীর দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

sarkar furniture Ad
Green House Ad