মাদারগঞ্জে পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলার চিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ॥
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারাতাপাড়া ও বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের আওতায় প্রায় ৪০ কিলো বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। ৪ আগস্ট সকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ঘরে ঘরে বিদ্যুৎ। সেই মোতাবেক আজ মাদারগঞ্জ উপজেলায় ৯০ ভাগ বিদ্যুৎ পৌছে গেছে। বাকিটা এক মাসের মধ্যে পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) পানউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা আওয়ামী লীগের নেতা আল আমীন চান, বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু প্রমুখ।