মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল রেলওয়ে কলোনীতে ১ আগস্ট বিকেলে ৪৮টি পরিবারে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সংযোগ উদ্বোধন করেন।
পল্লী বিদ্যুতের সরিষাবাড়ী জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) তানভির হোসেন, আওনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোশারফ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ইউপি সদস্য আসাদ আলী ও মর্জিনা বেগম।