খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা যুবদল। ২৬ জুলাই বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেল, আনিছুর রহমান বিপ্লব, মাইন উদ্দিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব ও জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সমাবেশে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

sarkar furniture Ad
Green House Ad