ব্যাংক লুটেরা মাফিয়া এস আলম কর্তৃক বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত এবং অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর, সোমবার দুপুরে শেরপুর শহরের তেরাবাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ, শেরপুর এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনের আলোচনার সভাপতি ব্যাংকের গ্রাহক আইনজীবী মো. মুখলেছুর রহমান জীবন বলেন, ব্যাংক লুটেরা মাফিয়া এস আলম কর্তৃক বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সময়ের মধ্যে বরখাস্ত করতে হবে। অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের ব্যবস্থা করতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার সভাপতি ও গ্রাহক শফিউল আলম চান, আইনজীবী মো. মাছউদুর রহমান শামীম, ডাক্তার মো. হাসানুজ্জামান হাসান, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাওলানা আব্দুস সোবহান, চাকরিপ্রত্যাশী আশরাফুজ্জামান মাছুম প্রমুখ।