জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোরবর, শনিবার সন্ধ্যায় বালিজুড়ী বাজারে বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিতপ্রাণ ছিলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক। তাঁতীদলকে শক্তিশালী ও সংগঠিত করতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।
মাদারগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সভাপতি মনজুরুল করিম মনজু সরকার, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন, মোহাম্মদ ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক মিল্লাত সরকার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামিম আহম্মেদ।
পরে তাঁতীদল নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল শেষে দোয়ায় অংশ নেন নেতৃবৃন্দ। একই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।