“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’’ এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাঁচ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
২৯ সেপ্টেম্বর, সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ও ময়মনসিংহ বন বিভাগের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা ডেপুটি রেঞ্জার মো. সরওয়ার জাহান, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।