জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক ওসমান হারুনীর দাফন সম্পন্ন হয়েছে।
২৭ সেপ্টেম্বর, শনিবার দুপুরে ইসলামপুরে নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেন তিনি। একই দিন সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর ইসলামিয়া কামিল মাদরাসায় জানাযা শেষে পৌর কেন্দ্রীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
২০০১ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত ওসমান হারুনী। শিক্ষক পিতার আদর্শে বেড়ে উঠেছিলেন। তিনি সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকা সম্পাদনা ছাড়াও মোহনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি, আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি এবং সিজে নিউজ অনলাইন নিউজ পোর্টাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। তিনি জামালপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং ইসলামপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন।
তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারের স্বজন, সাংবাদিকমহল ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।