জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সর্মথন পেতে গণসংযোগ করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়া। ২৬ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় মেলান্দহ বাজারে জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন মিয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ।
মেলান্দহ বাজারের চৌরাস্তা, সবজি বাজার, মাছ বাজারসহ বিভিন্ন সড়ক দিয়ে থানা মোড়ে গিয়ে তার গণসংযোগ শেষ হয়। আধুনিক মেলান্দহ মাদারগঞ্জ গড়তে সাতটি প্রতিশ্রুতি সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।
প্রতিশ্রুতিগুলা হল- জনগণের উন্নত জীবন ও সুচিকিৎসা নিশ্চিত করা। সকল ধর্ম ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শী মানুষকে নিরাপত্তা দেওয়া। স্কুল, কলেজ শিক্ষার মান ও হার বৃদ্ধি করা। বেকারত্ব দূর করা ও চাঁদাবাজি বন্ধ করা। নিরাপদ, আধুনিক জীবন গড়তে বিদ্যুৎ ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা। আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব বাহিনীতে পরিণত করে জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক হানাহানি, প্রতিহিংসা বন্ধ করে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে জীবনের নিরাপত্তা নিশ্চিত ও সামাজিক বন্ধন সৃষ্টি করা।

গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়া বলেন, স্থানীয় মানুষের সমর্থন নিয়ে এই এলাকার সাধারণ মানুষের সেবা করতে আগ্রহী। সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার। রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। আপনাদের ভালবাসা পেলে অবশ্যই আপনাদের অধিকার রক্ষা করব।
এ সময় জেলা যুব অধিকার পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক নূরনবী ইসলাম, মেলান্দহ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, মেলান্দহ যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সবুজ শেখ, যুগ্মসম্পাদক মুজাহিদ, যুব অধিকার পরিষদের নেতা হিমেল আহমেদ, সামিউল ইসলাম, আরাফাত সানি গণসংযোগে অংশ নেন।
এছাড়াও ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।