পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসাবে ১৫ আগস্ট, শুক্রবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই শতাধিক গাছের চারা রোপণ করেছে সামাজিক সংগঠন সচেতন নাগরিক সংঘ।
সচেতন সংঘের সদস্যরা এ সময় পৌরসভার বাউসি পপুলার মোড় সংলগ্ন দিগপাইত-সরিষাবাড়ী ও জামালপুর-সরিষাবাড়ী সড়কের দুই ধারে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করেন।
সচেতন সংঘের সদস্য জাহাঙ্গীর আলম তরফদার বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নাই। গাছ আমাদের ছায়া দেয়। বিশুদ্ধ অক্সিজেন গ্রহণের সুযোগ করে দেয়। মানুষের জন্য মহৌষধ হিসাবেও গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যেকোনো মূল্যে গাছ বাঁচাতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে।
এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সচেতন সংঘের সদস্য নাহিদ রানা বিপুল, শাহীন মিয়া খোকন, সুমন মিয়া, ফজলু তরফদার, কাউসার আলম, ফরহাদ হোসেন, জাকারিয়া মিন্টু, মির্জা ফরিদ প্রমুখ উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন।