জামালপুরে গাছের বাগানে রাতে অন্ধকারে টর্চের আলোয় জুয়া খেলার সময় সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ৬ মে মঙ্গলবার ভোররাতে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রামের হরি বাবুর মালিকানাধীন বিভিন্ন রকমের ফল ও কাঠগাছের বাগানে রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে জুয়া খেলার আসর চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওবাইদুল হকের নেতৃত্বে একটি দল জুয়ার আসরে বিশেষ অভিযান চালায়। এ সময় সাত জুয়াড়ি হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়াড়িরা হলেন- সদর উপজেলার কোচনধরা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান, পশ্চিম কোচনধরা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ছাবেদ আলী খাজা, তাজপুর গ্রামের ইয়াকুব আলী ছেলে মনজুরুল হক, শ্রীবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুর রহমান, বেলবেলিয়া গ্রামের মৃত জয়নাল মণ্ডলের ছেলে আজিজুল হক, কোচনধরা পশ্চিমপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফরহাদ আলী ও মোহনপুর নয়াপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিন মিস্ত্রির ছেলে হেলাল উদ্দিন মিস্ত্রি। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার সাতজন জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে ৬ মে বিকালে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।