জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পেশাদার ৬ জুয়াড়িকে আটক করেছেন জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি-২) এর সদস্যরা।
২৪ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি-২ এর একটি দল।
অভিযানে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ এই এলাকার আব্দুল জলিলের ছেলে আবু তালেব (২৬), শরিফ উদ্দিনের ছেলে আবদুস সোবহান (২৮), হাসেম মিয়ার ছেলে শাকিল মিয়া (৩০), মৃত ইনতাজ আলীর ছেলে হামিদুর রহমান (৪২), আব্দুল মতিনের ছেলে মজনু মিয়া (৫০) ও মৃত শরাফত আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (৪২) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি-২) এর সদস্যরা।
ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।