ইসরাইলি সামরিক ‘বাহিনী বলেছে, লেবানন থেকে একটি ড্রোন ১৯ অক্টোবর শনিবার তাদের দেশে প্রবেশ করে কেন্দ্রীয় শহর সিজারিয়ায় আঘাত হানে, অন্য দুটিকে আটকে দেওয়া হয়েছে।
জেরুজালেম থেকে এএফপি জানায়, সামরিক বাহিনী বিস্তারিত বিবরণ না দিয়ে বলেছে, একটি ড্রোন সিজারিয়া এলাকায় একটি কাঠামোতে আঘাত হেনেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। অপর দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
 
																			 
																		 
										 বাংলারচিঠিডটকম ডেস্ক
																বাংলারচিঠিডটকম ডেস্ক								 















