ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা শেরপুরে এনসিপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল বিদ্যুৎ সংযোগ শেরপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত সরিষাবাড়ীতে নৌকা বাইচে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা বৃষ্টিভেজা ম্যাচে জামালপুর জেলার জয়, হেরেছে নেত্রকোনা দেওয়ানগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বকেয়া বেতনসহ ৭ দফা দাবিতে জামালপুরে এফপিএবির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন জামালপুরে কবিতা পরিষদের কবিতা উৎসব অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী রেলি ব্রিজ সংলগ্ন ঝিনাই নদীতে ঢাকা কাস্টমস্ অ্যাসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক শাহজাহান ২৪ সেপ্টেম্বর দুপুরে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ২৫ সেপ্টেম্বর ছিল চূড়ান্ত প্রতিযোগিতার দিন।

কামরাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান এলিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। এ সময় অন্যদের মধ্যে কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসর আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক জিএস মো. আব্দুস সালাম, উপ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ছামিউল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ উপস্থিত ছিলেন।

২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে অংশ নিয়ে বড়বাড়ীয়া-ডিগ্রি পাছবাড়ী গ্রামের সোনার বাংলা ও ধারাবর্ষা গ্রামের দিগন্ত নামের নৌকা চূড়ান্ত পর্বে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করে। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতায় পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার ময়ুরপক্ষী নামে আরও একটি নৌকাকে নিয়ম বহির্ভূতভাবে অংশ নেয়ার সুযোগ করে দেওয়া হয়। প্রতিযোগিতায় মেলান্দহের ময়ুরপক্ষীকে বিজয়ী হিসেব ঘোষণাও দেওয়া হয়। এ নিয়ে ওই দুই নৌকার সমর্থকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে তারা নৌকাবাইচের ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরসভার শিমলাবাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা গেটে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা নৌকাবাইচের এ ফলাফল মানে না বলে শ্লোগান দেয়।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু বলেন, নিয়ম না মেনে ময়ুরপক্ষী নৌকাকে বাইচে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এতে ওই দুই নৌকার সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ময়ুরপক্ষীকে বিজয়ী ঘোষণা করায় সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সন্ধ্যায় তারা বিক্ষোভ মিছিল বের করে।

এ ব্যাপারে জানতে চেয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি আনিছুর রহমান এলিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:৩৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী রেলি ব্রিজ সংলগ্ন ঝিনাই নদীতে ঢাকা কাস্টমস্ অ্যাসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক শাহজাহান ২৪ সেপ্টেম্বর দুপুরে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ২৫ সেপ্টেম্বর ছিল চূড়ান্ত প্রতিযোগিতার দিন।

কামরাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান এলিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। এ সময় অন্যদের মধ্যে কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসর আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক জিএস মো. আব্দুস সালাম, উপ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ছামিউল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ উপস্থিত ছিলেন।

২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে অংশ নিয়ে বড়বাড়ীয়া-ডিগ্রি পাছবাড়ী গ্রামের সোনার বাংলা ও ধারাবর্ষা গ্রামের দিগন্ত নামের নৌকা চূড়ান্ত পর্বে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করে। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতায় পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার ময়ুরপক্ষী নামে আরও একটি নৌকাকে নিয়ম বহির্ভূতভাবে অংশ নেয়ার সুযোগ করে দেওয়া হয়। প্রতিযোগিতায় মেলান্দহের ময়ুরপক্ষীকে বিজয়ী হিসেব ঘোষণাও দেওয়া হয়। এ নিয়ে ওই দুই নৌকার সমর্থকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে তারা নৌকাবাইচের ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরসভার শিমলাবাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা গেটে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা নৌকাবাইচের এ ফলাফল মানে না বলে শ্লোগান দেয়।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু বলেন, নিয়ম না মেনে ময়ুরপক্ষী নৌকাকে বাইচে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এতে ওই দুই নৌকার সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ময়ুরপক্ষীকে বিজয়ী ঘোষণা করায় সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সন্ধ্যায় তারা বিক্ষোভ মিছিল বের করে।

এ ব্যাপারে জানতে চেয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি আনিছুর রহমান এলিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।