দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
১৪ জুলাই, সোমবার বিকালে জামালপুর শহরের ফুলবাড়িয়া ঈদগাহ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জনি, ছাত্রদলনেতা ইমরান কায়ছার, হীরা, সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, সাব্বির রহমান রবিন, হাদিউল ইসলাম রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক রমজান চিশতি, প্রচার সম্পাদক পপেল মাহমুদ, সজিব, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক সৈকত সালমান, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান ইলি প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।