বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রচিত গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই ৩৬ (৫ আগস্ট) এর বিভিন্ন দিবস ও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ বাস্তবায়নে ৯ জুলাই, বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন, ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপপরিচালক, স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আঁখি ও তার সহযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা, জামায়াতে ইসালামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভার সভাপতি জেলা প্রশাসক হাছিনা বেগম ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যূত্থানে নিহত শহীদ স্মরণে নানা কর্মসূচি পালনের পাশাপাশি, ক্রীড়া, সংস্কৃতি, পরিষ্কার, পরিচ্ছন্নতাসহ জাগরণমূলক অনুষ্ঠানমালার বর্ণনা দেন।