ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাব উদ্বোধন

জামালপুর : সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন উপলক্ষে কাটা হয় কেক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ৭ জুলাই, সোমবার বিকালে কলেজের অডিটোরিয়ামে হিসাববিজ্ঞান বিভাগ এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এই কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ।

কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুল্যাহ আল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সংসদের সম্পাদক রেজাউল করিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাকাউন্টিং ক্লাবের মুখ্য সমন্বয়ক সহকারী অধ্যাপক ইয়াসিন ইবনে মাসুদ, হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাকারিয়া, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিছা প্রমুখ।

জামালপুর : অতিথিদের সাথে অ্যাকাউন্টিং ক্লাব কমিটির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করা, কলেজের কার্যক্রমে হিসাববিজ্ঞান বিভাগের নেতৃত্ব প্রদান, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নানামুখী প্রতিভা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখাসহ ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখতে অ্যাকাউন্টিং ক্লাব বিশেষ ভূমিকা রাখবে।

পরে প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে উদ্বোধনী কেক কাটেন। এ উপলক্ষে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেসনের শিক্ষার্থী মো. নাজমুল হাসান রিফাতকে সভাপতি ও ২০২০-২১ সেসনের শিক্ষার্থী মো. আলমগীরকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাব উদ্বোধন

আপডেট সময় ০৫:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ৭ জুলাই, সোমবার বিকালে কলেজের অডিটোরিয়ামে হিসাববিজ্ঞান বিভাগ এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অ্যাকাউন্টিং ক্লাবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এই কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ।

কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুল্যাহ আল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সংসদের সম্পাদক রেজাউল করিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাকাউন্টিং ক্লাবের মুখ্য সমন্বয়ক সহকারী অধ্যাপক ইয়াসিন ইবনে মাসুদ, হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাকারিয়া, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিছা প্রমুখ।

জামালপুর : অতিথিদের সাথে অ্যাকাউন্টিং ক্লাব কমিটির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করা, কলেজের কার্যক্রমে হিসাববিজ্ঞান বিভাগের নেতৃত্ব প্রদান, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নানামুখী প্রতিভা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখাসহ ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখতে অ্যাকাউন্টিং ক্লাব বিশেষ ভূমিকা রাখবে।

পরে প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে উদ্বোধনী কেক কাটেন। এ উপলক্ষে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেসনের শিক্ষার্থী মো. নাজমুল হাসান রিফাতকে সভাপতি ও ২০২০-২১ সেসনের শিক্ষার্থী মো. আলমগীরকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।