ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে মাদারগঞ্জে আহলে হাদিস আন্দোলনের বিক্ষোভ

মাদারগঞ্জ : গাজায় গণহত্যার প্রতিবাদে মাদারগঞ্জে আহলে হাদিস আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

গাজায় ইসরায়েল বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিসস যুবসংঘ এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি উপলক্ষে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েলি পণ্য বয়কট বয়কটসহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি তোলেন।

জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস আন্দোলনের সাধারণ সম্পাদক শায়খ কামারুজ্জামান বিন আব্দুল বারী, জেলা জমঈয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা বদিউজ্জামান তালুকদার, জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মুছা আলী আনছারী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আহলে হাদিস আন্দোলনের যুব বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস যুবসংঘের সভাপতি মাসুদ বিন আব্দুল্লাহ, সহ-সভাপতি মনজুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বিন সলিম, প্রচার সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আহলে হাদিস যুবসংঘের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আল আওনের সভাপতি আব্দুল আলীম।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের উপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। জাতিসংঘ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। বক্তারা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গাজায় গণহত্যার প্রতিবাদে মাদারগঞ্জে আহলে হাদিস আন্দোলনের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েল বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিসস যুবসংঘ এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি উপলক্ষে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েলি পণ্য বয়কট বয়কটসহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি তোলেন।

জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস আন্দোলনের সাধারণ সম্পাদক শায়খ কামারুজ্জামান বিন আব্দুল বারী, জেলা জমঈয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা বদিউজ্জামান তালুকদার, জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মুছা আলী আনছারী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আহলে হাদিস আন্দোলনের যুব বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস যুবসংঘের সভাপতি মাসুদ বিন আব্দুল্লাহ, সহ-সভাপতি মনজুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বিন সলিম, প্রচার সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আহলে হাদিস যুবসংঘের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আল আওনের সভাপতি আব্দুল আলীম।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের উপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। জাতিসংঘ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। বক্তারা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।