ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার প্রস্তুতি সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন জামাল পাশা, শাহেদ আলী ঢাকা থেকে গ্রেপ্তার ব্যস্ততা চলছে মাদারগঞ্জের প্রতিমাশিল্পীদের, ২৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি দেওয়ানগঞ্জে উপহারের বেশির ভাগ ঘরের দরজায় ঝুলছে তালা শেরপুরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি মাহমুদপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণ রোধে জগ লাইট বিতরণ করেছে উপজেলা প্রশাসন জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান শুরু

জামালপুর জিয়াউর রহমান ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসবের মতবিনিময় সভা

জামালপুর : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি: বাংলারচিঠিডটকম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জামালপুরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জিয়াউর রহমান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ মোহসীন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ফরাসীর বিপ্লব থেকে আরব বসন্ত সবই করতে সক্ষম হয়েছে সেই তরুণেরা। আজ বাংলাদেশে সব কিছু করে দেখিয়েছে ছাত্র এবং যুবসহ তরুণেরা। তারুণ্যের উচ্ছ্বাসে বিজয়ের উল্লাসে এসো নিজেকে বদলাই, দেশ বদলাই, পৃথিবীকে বদলাই ইত্যাদি স্লোগানে স্লোগানে মুখর বিভিন্ন উৎসব। ব্যানার ফেস্টুনে ছেঁয়ে আছে এখানে সেখানে, আনাচে কানাচে বিভিন্ন স্থানে। সারাদেশের ন্যায় এই জামালপুরেও আনন্দ উৎসবে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব। বিজয়ের উৎসব চলছে এবং চলবে প্রায় একান্ন দিন ধরে। এর লক্ষ্য বা উদ্দেশ্য কি এই উৎসবের? এই উৎসবের চেতনায় তরুণ সমাজকে উপলব্ধি করা।

তিনি আরও বলেন, তারুণ্যদেরকে সব থেকে কাজে লাগিয়ে তরুণ জাতিকে ঐক্যবদ্ধ করা এটাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামে শহরে পুরো জাতিসহ সুবিধা বঞ্চিত সকল শ্রেণির তরুণ-তরুণী ও যুবদের মাঝে সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত মূল্যবোধের প্রচার করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানুষের প্রাপ্ত অধিকার এবং মর্যাদা ফিরিয়ে দিতেই নিরলসভাবে বর্তমান সরকারের লক্ষ্য থেকে আমরা জেলা প্রশাসক জামালপুর দৃঢ় প্রতিজ্ঞ কাজ করার জন্য। শান্তির সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠায় জনগণের সম্পৃক্ততার পাশাপাশি তরুণেরাও সরকারের সাথে তাদের মেধা শ্রম এবং প্রতিভার বিকাশ ঘটিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যাশা একটাই তা হলো সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাধীন সার্বভৌম সুষম সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফাহমিদা বেগমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, সরকারি আশেক মাহমুদ কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাজমুল হাসান, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তৌহিদুর রহমান রামীম প্রমুখ।

মতবিনিময় সভায় কলেজটির সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজার প্রস্তুতি সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন

জামালপুর জিয়াউর রহমান ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসবের মতবিনিময় সভা

আপডেট সময় ০৫:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জামালপুরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জিয়াউর রহমান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ মোহসীন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ফরাসীর বিপ্লব থেকে আরব বসন্ত সবই করতে সক্ষম হয়েছে সেই তরুণেরা। আজ বাংলাদেশে সব কিছু করে দেখিয়েছে ছাত্র এবং যুবসহ তরুণেরা। তারুণ্যের উচ্ছ্বাসে বিজয়ের উল্লাসে এসো নিজেকে বদলাই, দেশ বদলাই, পৃথিবীকে বদলাই ইত্যাদি স্লোগানে স্লোগানে মুখর বিভিন্ন উৎসব। ব্যানার ফেস্টুনে ছেঁয়ে আছে এখানে সেখানে, আনাচে কানাচে বিভিন্ন স্থানে। সারাদেশের ন্যায় এই জামালপুরেও আনন্দ উৎসবে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব। বিজয়ের উৎসব চলছে এবং চলবে প্রায় একান্ন দিন ধরে। এর লক্ষ্য বা উদ্দেশ্য কি এই উৎসবের? এই উৎসবের চেতনায় তরুণ সমাজকে উপলব্ধি করা।

তিনি আরও বলেন, তারুণ্যদেরকে সব থেকে কাজে লাগিয়ে তরুণ জাতিকে ঐক্যবদ্ধ করা এটাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামে শহরে পুরো জাতিসহ সুবিধা বঞ্চিত সকল শ্রেণির তরুণ-তরুণী ও যুবদের মাঝে সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত মূল্যবোধের প্রচার করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানুষের প্রাপ্ত অধিকার এবং মর্যাদা ফিরিয়ে দিতেই নিরলসভাবে বর্তমান সরকারের লক্ষ্য থেকে আমরা জেলা প্রশাসক জামালপুর দৃঢ় প্রতিজ্ঞ কাজ করার জন্য। শান্তির সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠায় জনগণের সম্পৃক্ততার পাশাপাশি তরুণেরাও সরকারের সাথে তাদের মেধা শ্রম এবং প্রতিভার বিকাশ ঘটিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যাশা একটাই তা হলো সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাধীন সার্বভৌম সুষম সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফাহমিদা বেগমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, সরকারি আশেক মাহমুদ কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাজমুল হাসান, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তৌহিদুর রহমান রামীম প্রমুখ।

মতবিনিময় সভায় কলেজটির সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।