জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শ্রমিক দলনেতা আরিফুল ইসলাম ডানোর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার মহাদান ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সানাকৈর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সানাকৈর আব্দুল আওয়ালের বয়লার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরিষাবাড়ী-দিগপাইত প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও মহাদান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহাদান ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের নেতা আনসার আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ছাত্রনেতা রঞ্জু মিয়া, জমির উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক দলনেতা আরিফুল ইসলাম ডানোর উপর যেসব সন্ত্রাসীরা হামলা করে রক্তাক্ত করেছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।