ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত উন্নত সমৃদ্ধ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই : ওয়ারেছ আলী মামুন

সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দীর্ঘসময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সারা বাংলাদশের মানুষ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছে। সেই আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গৌরব উজ্জ্বল ইতিহাস তৈরি করেছে। স্বেচ্ছাসেবক দলের অনেকেই এই সংগ্রামে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

১৯ আগস্ট সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৭ বছর অনেক জীবন ও ত্যাগের বিনিময়ে, হামলা-মামলা, জেল-জুলুম সমস্ত কিছু মোকাবেলা করে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কিন্তু এই বাংলাদেশে এখনও স্থায়ী গণতন্ত্রের রূপ পায়নি। এখনও স্বপ্নের বাংলাদেশ আমরা রুপান্তর করতে পারিনি। দুর্নীতিও দুঃশ্বাসনমুক্ত উন্নত, সমৃদ্ধ জনগণের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেটি করতে হলে আগামীদিনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া আমাদের সামনে বিকল্প কোন পথ খোলা নেই। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামীদিনে দলীয় সকল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা স্বেচ্ছাসেবক দল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিমুক্ত উন্নত সমৃদ্ধ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৭:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দীর্ঘসময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সারা বাংলাদশের মানুষ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছে। সেই আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গৌরব উজ্জ্বল ইতিহাস তৈরি করেছে। স্বেচ্ছাসেবক দলের অনেকেই এই সংগ্রামে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

১৯ আগস্ট সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৭ বছর অনেক জীবন ও ত্যাগের বিনিময়ে, হামলা-মামলা, জেল-জুলুম সমস্ত কিছু মোকাবেলা করে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কিন্তু এই বাংলাদেশে এখনও স্থায়ী গণতন্ত্রের রূপ পায়নি। এখনও স্বপ্নের বাংলাদেশ আমরা রুপান্তর করতে পারিনি। দুর্নীতিও দুঃশ্বাসনমুক্ত উন্নত, সমৃদ্ধ জনগণের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেটি করতে হলে আগামীদিনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া আমাদের সামনে বিকল্প কোন পথ খোলা নেই। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামীদিনে দলীয় সকল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা স্বেচ্ছাসেবক দল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।